হবিবপুর

অজানা জ্বরে নাজেহাল হবিবপুরবাসী! সতর্ক জেলা স্বাস্থ্য দফতর

 

গ্রাম জুড়ে দেখা দিয়েছে অজানা জ্বরের প্রকোপ। একদিন বা দুই দিন জ্বর থাকছে। তারপর শরীরে যন্ত্রণা। মূলত হাতে ও পায়ে ব্যথায় কাবু সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে এলাকায়। প্রায় ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা। ইতিমধ্যেই ওই রক্তের নমুনা ল্যাবে টেস্ট এর জন্য পাঠানো হয়েছে। তবে এটা ডেঙ্গুর জ্বর না ম্যালেরিয়া জ্বর, না কোন অন্য ভাইরাস সেটাও এখনো পরিষ্কার হয়নি। রিপোর্ট এর দিকে তাকিয়ে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামের।

    এ এক অজানা অসুখ দেখা দিয়েছে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামে। প্রায় দুই থেকে তিন মাস ধরে এমন জ্বর দেখা দিয়েছে হবিবপুরের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে কলাইবাড়ির সরকারপাড়া, তালুকদার পাড়া, চৌধুরী পাড়া ও ধানুকপাড়ার এই জ্বরের প্রকোপ বেশি রয়েছে। এই চারটি পাড়ায় প্রায় চার হাজার বাসিন্দার বসবাস। তাদের মধ্যে ৫০ শতাংশ বাসিন্দা এই জ্বরে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন এই জ্বরের প্রকোপ দেখা দিল ঠিক কি এই জ্বরটা এখনো নির্ণয় করা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলার বাইরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রক্তের নমুনা। এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে এলাকায় আরও বেশি করে স্বাস্থ্যশিবির করা হোক, সেই সঙ্গে ডাক্তার পরিষেবা বাড়ানো হোক।

 

    এদিকে খবর পেয়ে হবিবপুর ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন ঘটনাস্থলে যান এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। গোটা এলাকা এবং বাড়ির আশেপাশে ঘুরে দেখেনl খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা নেন তিনি।

 

    এদিকে ওই এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে শিবির করা হচ্ছে। এই জ্বরের উৎস কি, কোথা থেকে এই জ্বর আসলো, এ নিয়ে এখনো কোনও সঠিক তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। যদিও এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি বলেন, এখনো সঠিক বলা যাবে না কি এই অসুখ। আপাতত সিম্পটম দেখে চিকুন গুনিয়া মনে হচ্ছে। ইতিমধ্যে রোগীদের নমুনা সংগ্রহ করার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেই সঙ্গে এলাকায় পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। রক্তের নমুনার রিপোর্ট এলেই তা বোঝা সম্ভব হবে। এখনো পর্যন্ত ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্তের নমুনা বাইরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষার রিপোর্ট আসার পরেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সুবিধা হবে।

 

    মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান, হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে কলাইবাড়ি এলাকায় অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। যার কারণে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই মেডিকেল টিম প্রতিনিয়ত করা দরকার সেই বিষয়টি নজরদারি রাখা উচিত বলে তিনি মনে করেন। আমাদের দলের কার্যকর্তারা সবসময় গ্রামবাসীদের খোঁজখবর নিচ্ছে বলে তিনি জানান।

 

    মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্তারা তারা রীতিমতো বিষয়গুলি নজর রাখছে। রক্তের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ল্যাবে পাঠিয়েছে, আর বিজেপি খালি এ বিষয়ে সমালোচনা করছে এদের সমালোচনা করা ছাড়া কিছু কাজ নেই।